পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিয়নের রাজধানীতে ভূমিধস এবং বন্যায় গত দুই সপ্তাহে এক হাজারের বেশী ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
গত ১৪ আগস্ট মৃতের সংখ্যা ৪৫০ জন বলে দেশটির সরকার জানিয়েছিল। এছাড়া, ৬০০ জনের বেশি নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছিলেন।
সিয়েরালিয়নের রাজধানী ফ্রিটাউনের উপকণ্ঠে অবস্থিত ভূমিধস কবলিত রেজেন্ট এলাকার প্রধান এলেনোরো জকোমি মেতজার বলেন, "ভূমিধসে এবং বন্যায় ১,০০০ জনের বেশি ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং এতে প্রকৃত মৃত্যের সংখ্যা কত তা হয়ত আমরা কখনোই জানতে পারব না।"
তিনি আরো বলেন, "শত শত ব্যক্তির দাফন কাজ শেষ হয়েছে এবং প্রবল বৃষ্টির মধ্যেই জীবিতদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসার প্রক্রিয়া এগিয়ে চলছে। লোকজনের অনিরাপদ আবাসস্থল থাকায় নতুন করে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।"
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
গত ১৪ আগস্ট মৃতের সংখ্যা ৪৫০ জন বলে দেশটির সরকার জানিয়েছিল। এছাড়া, ৬০০ জনের বেশি নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছিলেন।
সিয়েরালিয়নের রাজধানী ফ্রিটাউনের উপকণ্ঠে অবস্থিত ভূমিধস কবলিত রেজেন্ট এলাকার প্রধান এলেনোরো জকোমি মেতজার বলেন, "ভূমিধসে এবং বন্যায় ১,০০০ জনের বেশি ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং এতে প্রকৃত মৃত্যের সংখ্যা কত তা হয়ত আমরা কখনোই জানতে পারব না।"
তিনি আরো বলেন, "শত শত ব্যক্তির দাফন কাজ শেষ হয়েছে এবং প্রবল বৃষ্টির মধ্যেই জীবিতদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসার প্রক্রিয়া এগিয়ে চলছে। লোকজনের অনিরাপদ আবাসস্থল থাকায় নতুন করে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।"
এলএবাংলাটাইমস/আই/এলআরটি