আন্তর্জাতিক

ইরাকের ব্যস্ত বাজারে বোমা বিস্ফোরণে নিহত ১২

ইরাকের রাজধানী বাগদাদে আজ সোমবার গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০ ব্যক্তি আহত হয়েছেন।

বাগদাদের শিয়া মুসলমান অধ্যুষিত সাদ’র সিটিতে বোমা হামলার এ ঘটনা ঘটেছে। এখানকার ব্যস্ত পাইকারি বাজার জামিলা মার্কেটে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে ইরাকি এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। অবশ্য এর আগে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস) এমন বড় ধরনের অনেক বিস্ফোরণ ঘটিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি