মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন এবং তাদের ওপর বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে দেশটির নেত্রী অং সান সূচির প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর।
বুধবার জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবাধিকার দফতরের পরিচালক জয়তি সাঙ্গেরা বলেছেন, "অবিলম্বে রোহিঙ্গাদের ওপর সব ধরনের নির্যাতন ও দমন পীড়ন বন্ধের জন্য আমরা অং সান সূ চির প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।"
মিয়ানমারের উত্তররাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরস্ত্র সংখ্যালঘু লোকজনের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী যে সামরিক অভিযান চালিয়েছে সে বিষয়ে জেনেভায় প্রতিবেদন পেশ করতে গিয়ে জাতিসংঘের কর্মকর্তা এ আহ্বান জানান।
প্রতিবেদনে সাঙ্গেরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "প্রতিবেশী বাংলাদেশে উদ্বাস্তু হওয়া লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ হয়ত বন্ধ করে রাখা হয়েছে। নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে।"
রোহিঙ্গা মুসলমানদের ব্যাপক হারে পালিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে বলে ঘোষণা দেয়ার একদিন পর সংস্থাটির মানবাধিকার দফতর এ প্রতিবেদন প্রকাশ করল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
বুধবার জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবাধিকার দফতরের পরিচালক জয়তি সাঙ্গেরা বলেছেন, "অবিলম্বে রোহিঙ্গাদের ওপর সব ধরনের নির্যাতন ও দমন পীড়ন বন্ধের জন্য আমরা অং সান সূ চির প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।"
মিয়ানমারের উত্তররাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরস্ত্র সংখ্যালঘু লোকজনের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী যে সামরিক অভিযান চালিয়েছে সে বিষয়ে জেনেভায় প্রতিবেদন পেশ করতে গিয়ে জাতিসংঘের কর্মকর্তা এ আহ্বান জানান।
প্রতিবেদনে সাঙ্গেরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "প্রতিবেশী বাংলাদেশে উদ্বাস্তু হওয়া লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ হয়ত বন্ধ করে রাখা হয়েছে। নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে।"
রোহিঙ্গা মুসলমানদের ব্যাপক হারে পালিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে বলে ঘোষণা দেয়ার একদিন পর সংস্থাটির মানবাধিকার দফতর এ প্রতিবেদন প্রকাশ করল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি