জাভা সাগরে বিধ্বস্ত এয়ারএশিয়ার যাত্রীবাহী বিমানের লেজের অংশের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন অনুসন্ধানকারীরা। গতকাল অনুসন্ধান দলের প্রধান সোয়েলিস্টিয়ো বাম্বাং এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বাম্বাং বলেন, 'আমরা বিমানের লেজের অংশের সন্ধান পেয়েছি। অনুসন্ধানের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে দ্বিতীয় যে অগ্রাধিকারমূলক ক্ষেত্রে ছিল, সেখানেই আমরা এটিকে শনাক্ত করতে পেরেছি। এটি উদ্ধার করাই এখন আমাদের মূল লক্ষ্য।' খবর : এএফপি, বিবিসি।বিমানের এই অংশেই ব্ল্যাকবক্স ও ফ্লাইট ডাটা রেকর্ডার সংযুক্ত থাকে। লেজের অংশের সন্ধান পাওয়ার পর এখন অনুসন্ধানকারীরা বিমানের ব্ল্যাকবক্সটি খুঁজে পাওয়ার ব্যাপারেও দারুণ আশাবাদী হয়ে উঠেছেন। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বেশ বাধার সম্মুখীন হচ্ছেন অনুসন্ধানকারীরা। জাকার্তায় সংবাদ সম্মেলনে বাম্বাং জোর দিয়ে বলেন, 'আমি নিশ্চিত এটা এয়ারএশিয়ার হারিয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ।' এদিকে, এয়ারএশিয়ার পরিচালক টনি ফার্নান্দেজ টুইটার বার্তায় বলেছেন, 'আমাকে বলা হয়েছে বিমানের লেজের অংশটা পাওয়া গেছে। তার মানে হলো আমরা শিগগিরই ব্ল্যাকবক্সও পেতে যাচ্ছি। '২০১৪ সালের ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বিমান সার্ভিস এয়ারএশিয়ার এয়ারবাস এ৩২০-২০০ মডেলের বিমানটি ১৬২ আরোহী নিয়ে সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জাভা সমুদ্রে বিধ্বস্ত হয়। বিমানটিতে যাত্রী ও ত্রুক্রসহ মোট ১৬২ আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তাদের সবাই প্রাণ হারান।