আন্তর্জাতিক

থেরেসা মেকে সরাতে দলের ৪০ এমপি একজোট

ব্রিটিশ পার্লামেন্টের ৪০ জন সদস্য প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিতে একটি চিঠিতে স্বাক্ষর করার ব্যাপারে সম্মত হয়েছে। এরা সবাই ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এ তথ্য জানিয়েছে।

গত জুনে আগাম নির্বাচনে পার্লামেন্টে দলের সংখ্যাগরিষ্ঠতা হারায় কনজারভেটিভ পার্টি। এর পর থেকেই দলের কর্তৃত্ব নিয়ে বেশ চাপের মুখে রয়েছেন মে। বেক্সিট ইস্যু নিয়ে দলের আইনপ্রণেতাদের বিভক্তি এবং বেশ কয়েকজন মন্ত্রীর কেলেঙ্কারি আরো চাপে ফেলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, থেরেসা মেকে দলের নেতৃত্ব ও প্রধানমন্ত্রীত্ব থেকে সরাতে হলে দলের আরো আট আইনপ্রণেতার অনাস্থা ভোট লাগবে।

চলতি মাসে থেরেসা মে তার দুই মন্ত্রীকে হারিয়েছেন। যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়া প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন পদত্যাগে বাধ্য হয়েছেন। এর রেশ না কাটতেই ইসরায়েলের সেনাবাহিনীকে ত্রাণ হিসেবে ব্রিটিশ জনগণের করের অর্থ দেওয়ার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অভিযোগ ওঠে ত্রাণমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে। চলতি সপ্তাহে প্রীতি প্যাটেল চাপের মুখে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি