আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৫

উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলের সামনে বন্দুকধারীর হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন ১০ জন। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় বন্দুকধারীর।

স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে র‍্যাঞ্চো তেহমা এলিমেন্টারি স্কুলের সামনে। অভিভাবকরা যখন তাঁদের শিশুদের স্কুলে ছাড়তে এসেছিলেন তখনই গুলি চালায় বন্দুকধারী।

তেহমার অ্যাসিস্ট্যান্ট শেরিফ ফিল জনস্টন বলেন, “হামলায় ৫ জন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন। তেহমা প্রদেশের অন্তত সাতটি জায়গায় গুলি চালানো হয়েছে।” স্কুলের কর্মীদের তৎপরতার প্রশংসা করে ফিল জনস্টন আরও বলেন, “ঘটনাটি আরও খারাপ হতে পারত।” ঘটনার ভিডিও ফুটেজ দেখে তিনি বলেন, “বন্দুকধারীর কাছে আরও অস্ত্র ছিল। ঘটনাটি মোট ৬ মিনিট স্থায়ী হয়।”

এখনও পর্যন্ত বন্দুকধারীর পরিচয় পাওয়া যায়নি। এলিমেন্টারি স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করবে FBI, ATF ও ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল। গুলিচালনার কারণ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন ও অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি