লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ২৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। লিবিয়ার কোস্টগার্ড কর্মকর্তারা শনিবার এ্ তথ্য জানিয়েছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা লিবিয়াকে ব্যবহার করে। মানবপাচারকারীরা এসব অভিবাসন প্রত্যাশীকে প্রায়ই হালকা-পাতলা কিংবা ভাঙ্গা নৌকায় উঠিয়ে সাগরে ছেড়ে দিয়ে আসে। আর এসব্ নৌকা বরাবরই ডুবে যায় কিংবা ভেঙ্গে যায়। চলতি বছর সাগর পথে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবে প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ হয়েছে। এসব নৌকাডুবির অধিকাংশ ঘটনা ঘটেছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে।
লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, নৌকা ডুবির পর যারা সাগরে ভেসে ছিল তাদেরকে উদ্ধার করে ত্রিপোলিতে নিয়ে আসা হয়েছে। তবে ঠিক কতোজন আরোহী নৌকাটিতে ছিলেন এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা লিবিয়াকে ব্যবহার করে। মানবপাচারকারীরা এসব অভিবাসন প্রত্যাশীকে প্রায়ই হালকা-পাতলা কিংবা ভাঙ্গা নৌকায় উঠিয়ে সাগরে ছেড়ে দিয়ে আসে। আর এসব্ নৌকা বরাবরই ডুবে যায় কিংবা ভেঙ্গে যায়। চলতি বছর সাগর পথে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবে প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ হয়েছে। এসব নৌকাডুবির অধিকাংশ ঘটনা ঘটেছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে।
লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, নৌকা ডুবির পর যারা সাগরে ভেসে ছিল তাদেরকে উদ্ধার করে ত্রিপোলিতে নিয়ে আসা হয়েছে। তবে ঠিক কতোজন আরোহী নৌকাটিতে ছিলেন এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি