স্পেনের টেনিরিফে সমকামীদের একটি নাইটক্লাবের মেঝে ধসে ২২ জন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার গভীর রাতে বাটারফ্লাই ডিস্কো পাবে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
ক্যানারি আইল্যান্ডের আঞ্চলিক সরকার এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রাত ২ টা ৩০ মিনিটে নাইটক্লাবের নাচের মেঝে ধসে পড়ে। ‘মেঝে ধসে পড়ার সময় ভেতরে থাকা লোকজন নিচতলায় পড়ে যায়, যার উচ্চতা ছিল একতলা সমান।’
আহতদের মধ্যে কয়েকজনের হাত-পায়ের হাড় ভেঙ্গে গেছে। খবর পেয়ে অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে। এদের মধ্যে ফ্রান্সের দুজন, বেলজিয়ামের এক ও রোমানিয়ার এক নাগরিক রয়েছে। মেঝে ধসের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
ক্যানারি আইল্যান্ডের আঞ্চলিক সরকার এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রাত ২ টা ৩০ মিনিটে নাইটক্লাবের নাচের মেঝে ধসে পড়ে। ‘মেঝে ধসে পড়ার সময় ভেতরে থাকা লোকজন নিচতলায় পড়ে যায়, যার উচ্চতা ছিল একতলা সমান।’
আহতদের মধ্যে কয়েকজনের হাত-পায়ের হাড় ভেঙ্গে গেছে। খবর পেয়ে অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে। এদের মধ্যে ফ্রান্সের দুজন, বেলজিয়ামের এক ও রোমানিয়ার এক নাগরিক রয়েছে। মেঝে ধসের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি