আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৭

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি ব্যস্ততম বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। নিহতদের মধ্যে দু’জন আত্মঘাতী কিশোরীও রয়েছেন। খবর- নাইজেরিয়ার সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমসের।

শনিবার (৩ ডিসেম্বর) বোর্নো শহরের একটি বাজারে ভিড়ের মধ্যে এই হামলা চালানো হয়। বোকো হারাম জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে এই হামলা চালায় সন্ত্রাসীরা। এখনও কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে।

বিউ শহরে এই হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ জানায়, হামলাকারী দুজনই নারী ছিলেন। একজন হামলাকারী বাজারে মাঝামাঝি গিয়ে বিস্ফোরণ ঘটান। আরেকজন বিস্ফোরণ ঘটান প্রবেশপথে।

দুই সপ্তাহ আগেও মুবি শহরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায় বোকা হারাম। ওই হামলায় প্রায় ৫০ জন মারা যান।

গত আট বছরে বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ নিখোঁজ হয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি