আন্তর্জাতিক

হুথি হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত

হুথি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন। আলী আব্দুলাহ সালেহের দল জেনারেল পিপলস কংগ্রেস জানিয়েছে, তাদের নেতা এবং ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সোমবার রাজধানী সানায় হুথিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। খবর: আলজাজিরা, বিবিসি, রয়টার্স, আল আরাবিয়্যাহ।
এছাড়া হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে, যেখানে একটি কম্বলে জড়ানো আলী আব্দুল্লাহ সালেহের লাশ ঘিরে উল্লাস করছেন হুথি বিদ্রোহীরা।এতে দেখা গেছে, আলী আব্দুল্লাহ সালেহের মাথা জখম হয়েছে। এটি স্পষ্টতই বন্দুকের গুলির জখম।

এর আগে সোমবার সকালের দিকে সানায় আলী আব্দুল্লাহ সালেহের বাসভবনে হামলা করে হুথিরা। গতরাতে আনুষ্ঠানিকভাবে হুথিদের সঙ্গে মিত্রতা ছাড়ার ঘোষণা দেন সাবেক এই প্রেসিডেন্ট।
এরপর সোমবার ভোরে এক বিবৃতিতে তিনি বলেন, ‘সানায় যুদ্ধ আসন্ন। উন্মাদ গোষ্ঠী হুথিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
ইয়েমেনের বর্তমান প্রেসিডেন্ট মনসুর হাদিকে গদিচ্যুত করতে এই হুথিদের সাহায্য নিয়েছিলেন আলী আব্দুল্লাহ সালেহ। ইরানের মদদপুষ্ট শিয়া বিদ্রোহীদের সাহায্যে মনসুর হাদির আসন কাঁপিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু, সেই মিত্র হুথি বিদ্রোহীদের হাতেই প্রাণ হারালেন সালেহ।
হুথি বিদ্রোহীদের হামলায় রাজধানী সানায় অবস্থিত সালেহের গোটা বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।
রেড ক্রস জানিয়েছে, বিগত পাঁচ দিনে সানায় সংঘর্ষে অন্তত ১২৫ জন নিহত এবং ২৩৮ জন আহত হয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি