আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনায় বাংলাদেশি আটক

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যা পরিকল্পনার অভিযোগে নাইমুর জাকারিয়া রহমান নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবককে আটক করা হয়েছে। খবর: সিএনএন, দ্য গার্ডিয়ান ও বিবিসি। আটকের পর তাকে বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে উত্তর লন্ডনের ২০ বছর বয়সী এই বাসিন্দা নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি পরিচয় দেন।

নাইমুর জাকারিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢুকে পড়ে ছুরি, পিপার স্প্রে ও সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী থেরেসা মেকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন।

জাকারিয়া রহমান অবশ্য আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।

একই সঙ্গে আগামী ২০ ডিসেম্বর নাইমুর জাকারিয়াকে আবারো উচ্চতর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

লন্ডনে সন্ত্রাসবিরোধী পুলিশ গতমাসে নাইমুর জাকারিয়াকে আটক করেছিল। তবে বুধবার তার নাম-পরিচয় প্রকাশ করা হয়।

নাইমুর জাকারিয়ার বিরুদ্ধে আরো একটি সন্ত্রাসের অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি পাকিস্তানী বংশোদ্ভূত এক তরুণকে লিবিয়ায় কট্টর ইসলামপন্থীদের হয়ে যুদ্ধ করতে যেতে সহযোগিতা করছিলেন। ওই তরুণকেও আজ আদালতে হাজির করা হয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি