আন্তর্জাতিক

গাজায় আবারো ইসরাইলের হামলা, বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার রাতে আবারো বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ ফিলিস্তিনি। এর মধ্যে ছয় শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।ফিলিস্তিনের জেরুসালেম শহর নিয়ে যখন গোটা মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা চলছে তখন এই হামলার ঘটনা ঘটলো।
ইসরাইলি সেনারা গাজা উপত্যকার বেইত হানুন শহরের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি নিরাপত্তা চৌকিতে কামানোর গোলা বর্ষণ করে। এ শহরের পূর্বাঞ্চলে কয়েকজন হামাস যোদ্ধার ওপরও বিমান হামলা চালায় ইসরাইল।
এছাড়া, গাজার বেইত লাহিয়া শহরে বিমান থেকে বোমা বর্ষণ করে ইসরাইল। গাজা উপত্যকার উত্তরে শেখ জায়েদ এলাকায় ইসরাইলি বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয় শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।
ইসরাইল দাবি করেছে, গাজা থেকে রকেট ছোঁড়ার পর এসব হামলা চালানো হয়। ইসরাইলের বিমান ও ট্যাংক হামলার কারণে আশঙ্কা করা হচ্ছে-যেকোনো সময় হামাস ও ইসরাইলের মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে।
ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত : আহত ৩০০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা শুক্রবার বিক্ষোভ দিবসের ডাক দিয়েছিলেন। ট্রাম্পের ঘোষণার পর থেকেই পশ্চিমতীরে ফিলিস্তিনিরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাদের ঠেকাতে শত শত অতিরিক্ত সেনা মোতায়েন করে ইসরাইল। বিােভকারীরা গাড়ির টায়ার জ্বালায় ও পাথর ছুড়ে মারে। জবাবে ইসরাইলি সেনারা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়াসহ তাজা গুলিবর্ষণও করেছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে ইসরাইলে দুটো রকেট নিক্ষেপ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি