আন্তর্জাতিক

দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেবে না জাপান

ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে জেরুসালেম শহরে নেবে না জাপান। একথা ঘোষণা করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো। তিনি জোর দিয়ে বলেছেন, সংলাপের মাধ্যমেই পবিত্র জেরুসালেম শহরের মর্যাদা ঠিক করতে হবে।

মঙ্গলবার জর্দানের রাজধানী আম্মান সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠকে কানো আরো বলেন, তারা আমেরিকার পথ অনুসরণ করে জেরুসালেমে দূতাবাস সরিয়ে নেবে না। বৈঠকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি বলেন, সরাসরি সংলাপ ও জাতিসঙ্ঘে পাস হওয়া প্রস্তাব অনুসারে জেরুসালেমের মর্যাদা নির্ধারিত হতে হবে।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেম শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে সেখানে দূতাবাস সরিয়ে নেয়ার কথা ঘোষণা করেন। এরপর বিশ্বজুড়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে।

গত বৃহস্পতিবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাসের মাধ্যমে ট্রাম্পের ঘোষণা বাতিল করার সিদ্ধান্ত হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি