আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া সেন্টারে আত্মঘাতী হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। বিবিসি এ খবর জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে ওই এলাকায় আরো দুটি হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার কয়েকটি ছবি দেখা গেছে। তাতে দেখা যাচ্ছে, সেন্টারে রক্তাক্ত অবস্থায় অনেক লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে।
আফগান প্রেসের প্রধান জানিয়েছেন, সেন্টার থেকে অনেকের লাশ বের করে আনা হয়েছে। কর্মকর্তারা নিহতের সংখ্যা অনেক বলে জানিয়েছেন। এছাড়া আহতের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েক মাস ধরেই দেশটিতে শিয়ারা হামলার শিকার হচ্ছে। এর আগে অক্টোবরে শিয়াদের একটি মসজিদে হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে ওই এলাকায় আরো দুটি হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার কয়েকটি ছবি দেখা গেছে। তাতে দেখা যাচ্ছে, সেন্টারে রক্তাক্ত অবস্থায় অনেক লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে।
আফগান প্রেসের প্রধান জানিয়েছেন, সেন্টার থেকে অনেকের লাশ বের করে আনা হয়েছে। কর্মকর্তারা নিহতের সংখ্যা অনেক বলে জানিয়েছেন। এছাড়া আহতের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েক মাস ধরেই দেশটিতে শিয়ারা হামলার শিকার হচ্ছে। এর আগে অক্টোবরে শিয়াদের একটি মসজিদে হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি