আন্তর্জাতিক

ট্রাম্প টাওয়ারে আগুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫৮তলা ভবনটির ছাদে আগুন লাগে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট।

সোমবার এনবিসি নিউজ জানিয়েছে, ম্যানহাটনের মিডটাউনে অবস্থিত ভবনটির ছাদে বৈদ্যুতিক কারণে সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নিনির্বাপক দলের সদস্যরা।

আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো হতাহত কিংবা কাউকে সরিয়ে নিতে হয়নি বলেও জানিয়েছে এনবিসি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি