আন্তর্জাতিক

চীন উপকূলে ডুবে গেল জ্বলন্ত তেল ট্যাঙ্কার, বাংলাদেশিসহ নিহত ৩২

প্রচণ্ড বিস্ফোরণে অবশেষে চীন উপকূলে ডুবে গেছে ইরানের তেল ট্যাঙ্কার ‘সানচি’। এতে দুই বাংলাদেশিসহ ৩২ আরোহীর বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন সংশ্লিষ্টরা। গত ৬ জানুয়ারি পূর্ব চীন সাগরে সাংহাই উপকূল থেকে ২৬৯ কিলোমিটার দূরে হংকংয়ের মালবাহী জাহাজ সিএফ ক্রিস্টালের সঙ্গে সংঘর্ষের পর এতে আগুন ধরে যায়।

ওই জাহাজে থাকা ৩২ নাবিকের মধ্যে দুইজন বাংলাদেশি ছিলেন। ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকাজে থাকা ইরানি টিমের মুখপাত্র মোহাম্মদ রাস্তাদ বলেন, আর কারও বেঁচে থাকার কোনো আশা নেই। বাকি ২৯ জনকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে উদ্ধারকারী দল।

ক্রিস্টালের নাবিকদের বরাত দিয়ে তিনি বলেন, সংঘর্ষের এক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড ও গ্যাস নিঃসরণের কারণে ‘সানচি’র আরোহীদের সবাই মারা যান।

শনিবার দিবাগত মধ্যরাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ১ লাখ ৩৬ হাজার টন অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে। প্রায় ৮০০ থেকে ১০০০ হাজার মিটার ওপর পর্যন্ত ধোঁয়া উঠতে দেখা যায়। পরে এটা ডুবে যায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি