আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্রে অবস্থিত তায়ারান স্কয়ারে জোড়া আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আরো আহত হয়েছেন ৬৩ জন।

সোমবারের এ হামলায় হয় বলে নিজেদের ফেইসবুক পেইজে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
খবর- বিবিসি অনলাইনের।

তিন দিনের মধ্যে এটি দ্বিতীয় আত্মঘাতী হামলার ঘটনা। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাগদাদের বাণিজ্যিক এলাকা এভিয়েশন স্কয়ারে হামলাটি চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আত্মঘাতী ভেস্ট পড়া দুই ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে তারা।

তিন বছর আগে ইরাকের এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । গত মাসে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে ইরাক। কিন্তু সম্মুখ লড়াইয়ে পরাজিত হওয়ার পর থেকে গোষ্ঠীটির জঙ্গিরা দেশটির বিভিন্ন এলাকায় হামলা ও বোমাবাজি শুরু করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি