আন্তর্জাতিক

লিবিয়ার বেনগাজিতে গাড়িবোমা হামলা, নিহত ২৭

লিবিয়ার বেনগাজি শহরে একটি মসজিদের কাছে দুটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। ১৫ মিনিটের মিনিটের ব্যবধানে বোমা দুটি বিস্ফোরণের ঘটনায় আরও ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন। খবর- বিবিসির।

মঙ্গলবার বেনগাজির আল-স্লেইমানিয়ায় মাগরিবের নামাজ আদায় শেষে একটি মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে আসার সময় তাদের লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়। কয়েক মিনিটের ব্যবধানে মসজিদের অপর দিকে দ্বিতীয় গাড়িবোমার বিস্ফোরণ ঘটে।

এ দুই হামলায় সামরিক-বেসামরিক উভয় ধরনের লোক নিহত হয়েছে। স্থানীয় আল-জালা হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার হয়নি। কেউ এ হামলার দায়ও স্বীকার করেনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি