আন্তর্জাতিক

যৌন কেলেঙ্কারির অভিযোগে রিপাবলিকান নেতার পদত্যাগ

যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির (আরএনসি) অর্থনীতি বিষয়ক সভাপতির পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যাসিনো মোঘল স্টিভ ওয়েইন। শনিবার তিনি পদত্যাগের এ ঘোষণা দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, ৭৬ বছরের এই বিলিয়নিয়ার তার ম্যাসেজ থেরাপিস্টদের যৌন হয়রানি করেছেন এবং এক কর্মচারীকে তার সঙ্গে যৌনমিলনে বাধ্য করেছেন।

ওয়েন অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন এবং ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনকে ‘উটকো গল্প’ বলে মন্তব্য করেছেন। তিনি এর জন্য প্রাক্তন স্ত্রীকে দায়ী করেছেন।

আরএনসির চেয়ারম্যান রোনা ম্যাকড্যানিয়েল জানিয়েছেন, তিনি ওয়েনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওয়েনের সঙ্গে কাজ করেছেন এমন একাধিক নারীর সাক্ষাৎকার নিয়েছে। তিনি বিভিন্ন সময় তাদেরকে হয়রানি করেছেন।

এদের মধ্যে প্রায় তিনি তার ব্যক্তিগত কার্যালয়ে ম্যাসেজ থেরাপিস্টদের হয়রানি করতেন। এছাড়া এক হস্তপ্রসাধন শিল্পীকে তিনি ধর্ষণ করেছিলেন, যার জন্য ওই নারীকে পরবর্তীতে ৭৫ লাখ ডলার দিতে হয়েছিল ওয়েনকে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি