আন্তর্জাতিক

এফবিআই ডেপুটি ডিরেক্টরের আকস্মিক পদত্যাগ

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ডেপুটি ডিরেক্টর এন্ড্রু ম্যাককেবি পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার শিকার হয়ে তিনি সোমবার (২৯ জানুয়ারি) পদত্যাগ করেন। খবর- বিবিসির।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সমালোচনার শিকার হচ্ছিলেন ম্যাককেবি।

সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের মার্চে তার মেয়াদ শেষ হবার কথা ছিল। কিন্তু তার আগেই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

এফবিআইতে এন্ড্রুকে চান না ট্রাম্প এ ধরণের সংবাদ প্রকাশের এক সপ্তাহের মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্টতার অভিযোগ আনেন ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সোমবার এক প্রেস ব্রিফিং-এ বলেন, তার পদত্যাগের সিদ্ধান্ত হোয়াইট হাউস থেকে আসেনি।

তিনি বলেন, এর সাথে প্রেসিডেন্টের কোন ধরণের সম্পর্ক নাই।

উল্লেখ্য, গত বছর মে মাসে এফবিআই ডিরেক্টর জেমস কমি বরখাস্ত হওয়ার পর এন্ড্রু ম্যাককেবি তার স্থলে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রাশিয়ার যোগসাজশ নিয়ে তদন্তের দায়িত্বে ছিলেন কমি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি