যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার মেলক্রফটের একটি গাড়ি ধোয়ার প্রতিষ্ঠানে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। সোমবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, পিটসবার্গ থেকে ৫০ মাইল দক্ষিণ-পূর্বে এডি’স কার ওয়াশ নামের ওই প্রতিষ্ঠানটিতে স্থানীয় সময় রোববার রাত ৩টায় গোলাগুলি শুরু হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। হামলাকারী নিজেও আহত হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হতাহতদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, ‘জনসাধারণের প্রতি আর কোনো হুমকি নেই, কোনো বিপদ নেই।’
পেনসিলভানিয়া রাজ্যের পুলিশের মুখপাত্র রবার্ট ব্রডওয়াটার বলেছেন, ‘এ ঘটনায় মাদক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই হামলার কারণ বা সূত্র আমরা এখনো জানতে পারিনি।’
স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইপিএক্সআই জানিয়েছে, হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে, পারিবারিক কলহ থেকে এই গোলাগুলির সূত্রপাত হয়েছিল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
পুলিশ জানিয়েছে, পিটসবার্গ থেকে ৫০ মাইল দক্ষিণ-পূর্বে এডি’স কার ওয়াশ নামের ওই প্রতিষ্ঠানটিতে স্থানীয় সময় রোববার রাত ৩টায় গোলাগুলি শুরু হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। হামলাকারী নিজেও আহত হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হতাহতদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, ‘জনসাধারণের প্রতি আর কোনো হুমকি নেই, কোনো বিপদ নেই।’
পেনসিলভানিয়া রাজ্যের পুলিশের মুখপাত্র রবার্ট ব্রডওয়াটার বলেছেন, ‘এ ঘটনায় মাদক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই হামলার কারণ বা সূত্র আমরা এখনো জানতে পারিনি।’
স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইপিএক্সআই জানিয়েছে, হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে, পারিবারিক কলহ থেকে এই গোলাগুলির সূত্রপাত হয়েছিল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি