ইরাক থেকে নিজেদের সেনা কমাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরাক সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে ওই মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিজয় অর্জন করায় নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
২০১৪ সালে ইরাকের বিশাল এলাকা দখল করে নেয় আইএস। তারা দেশটির উত্তরের শহর মসুলকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহযোগিতায় গত বছর আইএসের বিরুদ্ধে অভিযানে নামে ইরাক। শেষ পর্যন্ত গত বছরের শেষ নাগাদ ইরাক থেকে আইএসকে বিদায় করতে সক্ষম হয় যৌথবাহিনী।
ইরাক সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘দায়েশের (আইএস) বিরুদ্ধে বিজয় অর্জিত হওয়ার পর আমেরিকান বাহিনী তাদের সেনা কমাতে শুরু করেছে। তাদের প্রয়োজন অনুযায়ী ইরাকি বাহিনীর সহায়তা ব্যবস্থার জন্য সমন্বয় অব্যাহত রয়েছে।’
২০১৭ সালের জুলাইয়ে মসুলে লড়াইয়ের সময় যুক্তরাষ্ট্রের সাড়ে পাঁচ হাজারেরও বেশি সেনা ইরাকে মোতায়েন ছিল।
জোটের মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কর্নেল রায়ান ডিলন অবশ্য সেনা প্রত্যাহার বা কমানোর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘ঘটনাস্থল থেকে সেনা প্রত্যাহার শুরু করলে আমাদের তা প্রকাশ করার ইচ্ছা আছে।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
বার্তা সংস্থা রয়টার্সকে ওই মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিজয় অর্জন করায় নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
২০১৪ সালে ইরাকের বিশাল এলাকা দখল করে নেয় আইএস। তারা দেশটির উত্তরের শহর মসুলকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহযোগিতায় গত বছর আইএসের বিরুদ্ধে অভিযানে নামে ইরাক। শেষ পর্যন্ত গত বছরের শেষ নাগাদ ইরাক থেকে আইএসকে বিদায় করতে সক্ষম হয় যৌথবাহিনী।
ইরাক সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘দায়েশের (আইএস) বিরুদ্ধে বিজয় অর্জিত হওয়ার পর আমেরিকান বাহিনী তাদের সেনা কমাতে শুরু করেছে। তাদের প্রয়োজন অনুযায়ী ইরাকি বাহিনীর সহায়তা ব্যবস্থার জন্য সমন্বয় অব্যাহত রয়েছে।’
২০১৭ সালের জুলাইয়ে মসুলে লড়াইয়ের সময় যুক্তরাষ্ট্রের সাড়ে পাঁচ হাজারেরও বেশি সেনা ইরাকে মোতায়েন ছিল।
জোটের মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কর্নেল রায়ান ডিলন অবশ্য সেনা প্রত্যাহার বা কমানোর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘ঘটনাস্থল থেকে সেনা প্রত্যাহার শুরু করলে আমাদের তা প্রকাশ করার ইচ্ছা আছে।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি