ছুরি হাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কার্যালয়ে প্রবেশের চেষ্টা করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তির পায়ে গুলি করেছিল। সোমবার ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।
তেহরানের ডেপুটি গভর্নর মহসিন হামেদানি বলেছেন, ‘আমরা ওই ব্যক্তির পরিচয় ও তার উদ্দেশ্য জানার চেষ্টা করছি।’
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সাদা পোশাক পরা ওই ব্যক্তি বড় আকারের একটি ছুরি অথবা তলোয়ার নিয়ে তেহরানের পাস্তুর স্ট্রিটে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা। এ সময় নিরাপত্তারক্ষীরা তার পায়ে গুলি করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ওই এলাকায় ইরানের কয়েকটি সরকারি কার্যালয়ও রয়েছে।
দুর্নীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গত বছরের ডিসেম্বরে ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে। এ ঘটনার পর থেকে ইরানের নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
তেহরানের ডেপুটি গভর্নর মহসিন হামেদানি বলেছেন, ‘আমরা ওই ব্যক্তির পরিচয় ও তার উদ্দেশ্য জানার চেষ্টা করছি।’
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সাদা পোশাক পরা ওই ব্যক্তি বড় আকারের একটি ছুরি অথবা তলোয়ার নিয়ে তেহরানের পাস্তুর স্ট্রিটে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা। এ সময় নিরাপত্তারক্ষীরা তার পায়ে গুলি করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ওই এলাকায় ইরানের কয়েকটি সরকারি কার্যালয়ও রয়েছে।
দুর্নীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গত বছরের ডিসেম্বরে ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে। এ ঘটনার পর থেকে ইরানের নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি