আন্তর্জাতিক

ভুয়া ডাক্তারের একই সিরিঞ্জ ব্যবহারে এইচআইভিতে আক্রান্ত ২১

ভারতের একটি গ্রামে এক ভুয়া ডাক্তারের চিকিৎসার কারণে অন্তত ২১ জন গ্রামবাসী এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। তিনি বারবারই একই সুঁচ ব্যবহার করে ইনজেকশন দিয়েছেন বলে অভিযোগ। দেশটির স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সুশিল চৌধুরী নামের ওই কর্মকর্তা বলেন, রাজেন্দ্র যাদব নামে ওই ডাক্তারকে খুঁজছে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ইনজেকশন দেওয়ার সময় সুঁচ পরিবর্তনই করতেন না রাজেন্দ্র। ঠাণ্ডা, কাশি কিংবা ডায়রিয়ার চিকিৎসা নিতে গিয়ে এইচআইভিতে আক্রান্ত হয়েছে বলে ধারণা সুশিলের।   

ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ডাক্তার ও হাসপাতালের তীব্র সংকট। লাখ লাখ মানুষ সস্তায় চিকিৎসার জন্য এমন ভুয়া বা হাতুরে চিকিৎসকের কাছে যান।

গ্রামবাসীদের বরাত দিয়ে সুশিল চৌধুরী বলেন, রাজেন্দ্র বাইসাইকেলে করে তার চেম্বারে যেতেন। এবং যেকোনও রোগেই ইনজেকশন দিতে চাইতেন।

হঠাৎ করে এইচআইভি বেড়ে যাওয়ার বিষয়টি সামনে আসে গত ডিসেম্বর। একটি অস্থায়ী ক্যাম্পের মাধ্যম ৫৬৬ জনের রক্তপরীক্ষা করা হয়। ২১ জনের এইচআইভি পাওয়া যায়। তদন্তের পর চিকিৎসকরা জানতে পারেন যে এই ভাইরাস একজন ব্যক্তির ইনজেকশন থেকেই এসেছে। এরপরই রাজেন্দ্রর ব্যাপারে নিশ্চিত হন তারা।

জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডস এর মতে, ২০১৬ সাল পর্যন্ত ভারতে প্রায় ২১ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত ছিলেন। এর মধ্যে ৯ হাজার ১০০ জনই শিশু। যাদের বয়স ১৫ বছরের নিচে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি