আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন সু চি

মিয়ানমারে জাতিগত নিপীড়নে রোহিঙ্গাদের পাশে না দাঁড়ানোর অপরাধে অং সান সু চি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন। জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি এমনটাই জানিয়েছেন।

জাতিসংঘের বিশেষ তদন্ত কর্মকর্তা লির মতে, অপরাধ বন্ধে সহযোগিতা না করা বা অপরাধ থেকে নিবৃত্ত না করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা যায়।

যুক্তরাজ্যের একটি সম্প্রচার মাধ্যমে একথা বলেন ইয়াংহি লি। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যা হয়েছে, তা একটি জনগোষ্ঠীকে লক্ষ্য করে নিপীড়ন চালানোর মত বলে মনে করেন তিনি।

রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধনের চেষ্টায় গণহত্যা সংঘটিত হয়েছে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন,অবশ্যই তা হয়েছে। গণহত্যা নিরূপনে আইনিভাবে নির্ভুল হতে হবে এবং এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। তাই আমি শুধু এটুকু বলতে পারি, সেখানে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে।

রাখাইনে যে কয়জন রোহিঙ্গা নিহতের খবর প্রকাশ হয়েছে, তার সংখ্যা অনেক বেশি বলে মনে করেন ইয়াংহি লি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি