আন্তর্জাতিক

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। ওই এলাকায় একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। হেলিকপ্টারটি শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

৭.২ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার আঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি। শুধু কয়েকটি স্থাপনার ক্ষতি হয়েছে।

কিন্তু ওয়াক্সাকা অঙ্গরাজ্যের সান্টিয়াগো জামিলতেপেক শহরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। হেলিকপ্টারটি একটি ভ্যান গাড়ির ওপর বিধ্বস্ত হয়।

ওয়াক্সাকার প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, ঘটনাস্থলেই পাঁচ নারী, চার পুরুষ ও তিন শিশু নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যান।

হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী আলপোনসো নাভারেতে ও ওয়াক্সাকা অঙ্গরাজ্যের গভর্নর আলেজান্দ্রো মুরাত ছিলেন। এই দুর্ঘটনায় তারা অক্ষত রয়েছেন। তারা ভূমিকম্পস্থল পরিদর্শনে যাচ্ছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি