আন্তর্জাতিক

ট্রাম্প জামাতার ক্ষমতা খর্ব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও শীর্ষ উপদেষ্টা জেরাড কুশনারের নিরাপত্তা ছাড়পত্রের মাত্রা হ্রাস করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর তথ্যে তার হস্তক্ষেপ সীমিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ট্রাম্পের কাছে উত্থাপিত প্রতিদিনের অতি গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার ক্ষমতা ছিল কুশনারের। হোয়াইট হাউজ তার সেই ক্ষমতাকে খর্ব করেছে।

কুশনারের পূর্ব ইতিহাস বিষয়ে সব তথ্য জানার কাজ শেষ না হওয়ায় এ ধরনের গোপনীয় প্রতিবেদন পাওয়ার যে সাময়িক ছাড়পত্র তাকে দেওয়া হয়েছিল তা বন্ধ করা হয়েছে।

কুশনারের আইনজীবী অ্যাবে লওইল ও নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। গোয়েন্দা প্রতিবেদন না পেলেও  কুশনারের গুরুত্বপূর্ণ কাজে কোনো প্রভাব পরবে না বলে জানিয়েছেন লওইল।

তিনি বলেছেন, ‘আমার অনুসন্ধান নিশ্চিত করেছে, কুশনারের পর্যায়ের ডজনেরও বেশি ব্যক্তির নিরাপত্তা ছাড়পত্রের প্রক্রিয়ায় দেরি হচ্ছে। নতুন একটি প্রশাসনের জন্য এ ধরনের বিষয়ে দীর্ঘ সময় লাগার ব্যাপার অস্বাভাবিক নয়; এখন এ ত্রুটিগুলি চিহ্নিত হয়েছে। কুশনারের আবেদনের ব্যাপারে কোনো উদ্বেগ উত্থাপিত হয়নি।’

গোপনীয়তা রক্ষার বিষয়ে হোয়াইট হাউজ যে কড়াকড়ি শৃঙ্খলা আরোপ করছে- এ সিদ্ধান্ত তারই প্রমাণ বলে ধারনা করা হচ্ছে।

এর আগে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জন কেলি জানিয়েছিলেন, শীর্ষ নিরাপত্তা অনুমোদন পাওয়া ব্যক্তিদের তালিকা আরো সংক্ষিপ্ত করা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি