আন্তর্জাতিক

সন্তান-সম্ভবা জাসিন্ডাকে টিপস দিলেন ওবামা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে পিতৃ-মাতৃত্বের টিপস দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে ওবামার সঙ্গে জাসিন্ডার দেখা হলে এ টিপস দেন দুই সন্তানের এ জনক।

প্রসঙ্গত, জাসিন্ডা এখন গর্ভবতী। আসছে জুন মাসে তার সন্তান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে জাসিন্ডাকে ঐতিহ্যবাহী মাওরি অভ্যর্থনা জানানোর পর বৃহস্পতিবার ওবামার সঙ্গে তার আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার সময় ওবামা তাকে ওই পরামর্শ দেন বলে নিজেই জানিয়েছেন জাসিন্ডা।

চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাসিন্ডা বলেছেন, ‘আমি তাকে (ওবামা) অভিভাবকত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি আমাকে যে টিপস দিয়েছেন তা সম্ভবত আমার দীর্ঘ সময় মনে থাকবে।’ তবে ওবামা কী টিপস দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দুই বারের প্রেসিডেন্ট বারাক ওমাবা দুই মেয়ের জনক। তার মেয়েরা হলেন, মালিয়া ও সাশা।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরো জানান, জলবায়ু পরিবর্তনের অবস্থা এবং ইয়ংদের রাজনীতিতে আনার বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, একটি করপোরেট ফাংশনে বক্তব্য দেওয়ার জন্য তিন দিনের সফরে এখন ওবামা নিউজিল্যান্ডে রয়েছেন। নিউজিল্যান্ড-যুক্তরাষ্ট্র কাউন্সিল আয়োজিত ওই অনুষ্ঠান আজ বৃহস্পতিবার রাতে হওয়ার কথা রয়েছে।
খবরে বলা হয়েছে, ওবামার এই করপোরেট স্টনসর্ড বক্তব্য হবে রুদ্ধদ্বার। আর সে কারণে তিনি গণমাধ্যমকে এড়িয়ে দেশটিতে অবস্থান করছেন। এই বক্তব্যের জন্য ওবামাকে দুই লাখ ৯০ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাসিন্ডা আরডার্নের সঙ্গে দেখা করার আগে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জন কীর সঙ্গে গল্ফ খেলেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি