আন্তর্জাতিক

মেক্সিকো সীমান্তে সেনা পাঠাতে ট্রাম্পের নির্দেশ

মেক্সিকো সীমান্তে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এই নির্দেশের প্রেক্ষিতে টেক্সাস ও অ্যারিজোনা অঙ্গরাজ্য ন্যাশনাল গার্ড সদস্যদের নিয়োজিত করছে রাজ্যসংলগ্ন মেক্সিকো সীমান্তে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড হলো সামরিক বাহিনীর অন্তর্গত একটি ইউনিট। তারা একটি রিজার্ভ সামরিক ইউনিট। তারা একইসঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আদেশ পালন করে থাকে।

টেক্সাস ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সীমান্তে নজরদারির জন্য ২৫০ সদস্য পাঠানো হবে।

এদিকে, অ্যারিজোনা আগামী সাত দিনের মধ্যে প্রায় ১৫০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করবে সীমান্তে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবিত মেক্সিকো সীমান্ত দেয়াল তৈরির আগ পর্যন্ত দেশটির সঙ্গে নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে প্রায় ৪ হাজার ন্যাশনাল গার্ড সদস্য নিয়োজিত করতে চান তিনি। এ লক্ষ্যে নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকেও তিনি টেক্সাস ও অ্যারিজোনার মতো পদক্ষেপ নিতে বলেছেন।