ট্রাম্প প্রশাসনে পদত্যাগের যে যাত্রা শুরু হয়েছে সেটির সবশেষ সংযোজন হচ্ছেন বোসার্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের চতুর্থ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জন বল্টন দায়িত্ব নেয়ার একদিন পর বোসার্ট পদত্যাগ করলেন।
হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স বলেছেন, আমাদের দেশের সেফটি ও সিকিউরিটির জন্য টমের কমিটমেন্টের জন্য তার প্রতি প্রেসিডেন্ট কৃতজ্ঞ। তিনি বলেন, টম হোমল্যান্ডকে সন্ত্রাসীদের হুমকি, আমাদের সাইবার নিরাপত্তা জোরদার এবং নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেয়ার পর বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা তার প্রশাসন থেকে বেরিয়ে গেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের দীর্ঘ দিনের উপদেষ্টা হোপ হিকস হোয়াইট হাউজের কমিউনিকেশনস পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। পদত্যাগ করার সময় হিকস বলেন যে, তিনি নতুন সুযোগ কাজে লাগাতে চান।
এর আগে রোববার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টন পদত্যাগ করেন। খুব সম্প্রতি জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার পদত্যাগ করেছেন। আর কাছাকাছি সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেন ট্রাম্প।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স বলেছেন, আমাদের দেশের সেফটি ও সিকিউরিটির জন্য টমের কমিটমেন্টের জন্য তার প্রতি প্রেসিডেন্ট কৃতজ্ঞ। তিনি বলেন, টম হোমল্যান্ডকে সন্ত্রাসীদের হুমকি, আমাদের সাইবার নিরাপত্তা জোরদার এবং নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেয়ার পর বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা তার প্রশাসন থেকে বেরিয়ে গেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের দীর্ঘ দিনের উপদেষ্টা হোপ হিকস হোয়াইট হাউজের কমিউনিকেশনস পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। পদত্যাগ করার সময় হিকস বলেন যে, তিনি নতুন সুযোগ কাজে লাগাতে চান।
এর আগে রোববার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টন পদত্যাগ করেন। খুব সম্প্রতি জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার পদত্যাগ করেছেন। আর কাছাকাছি সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেন ট্রাম্প।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি