আন্তর্জাতিক

মারা গেছেন প্রাক্তন ফার্স্ট লেডি বারবারা বুশ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন। তিনি আমেরিকায় সাক্ষরতা আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন।

বারবারা বুশ দেশটির ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী ও ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা ছিলেন। ডব্লিউ বুশ ২০০০ সাল থেকে দুই দফায় যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন।

বুশ পরিবার মঙ্গলবার ৯২ বছর বয়সি এই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে রোববার এক বিবৃতিতে পরিবারটি জানিয়েছিল, বারবারা বুশের স্বাস্থ্য ভেঙে পড়েছে। তিনি আর চিকিৎসা নিতে চাচ্ছেন না। বরং পারিবারিক যত্নের ভেতরেই থাকতে চাচ্ছেন।

কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বারবারা বুশ ফুসফুসের অনারোগ্য রোগে ভুগছিলেন এবং তার হৃদপিণ্ডেও সমস্যা দেখা দিয়েছিল।

বারবারা বুশের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি