চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ইয়াংডির একটি কারোকি বারে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনের প্রথম প্রহরে তিন তলা ওই ভবনটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৩২ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, অগ্নিকাণ্ড ঘটার আগ মুহূর্তে সে বারের একমাত্র বর্হিগমন পথটি মোটরসাইকেল দিয়ে আটকে রেখেছিল।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২ টা ৩০ মিনিটে পুলিশ প্রথম অগ্নিকাণ্ডের খবর পায়। ১২ টা ৫৫ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
সকালে লিউ চুনলু নামের ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। বারের অগ্নিকাণ্ডে সেও দগ্ধ হয়েছিল।
এর আগে পুলিশ সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে পারলে ২ লাখ ইউয়ান পুরস্কার ঘোষণা করেছিল।
গত বছর চীনের পূর্বাঞ্চলে একটি দ্বিতল ভবনে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়। ভবনটিতে অগ্নিসংযোগের অভিযোগে পরে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৩২ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, অগ্নিকাণ্ড ঘটার আগ মুহূর্তে সে বারের একমাত্র বর্হিগমন পথটি মোটরসাইকেল দিয়ে আটকে রেখেছিল।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২ টা ৩০ মিনিটে পুলিশ প্রথম অগ্নিকাণ্ডের খবর পায়। ১২ টা ৫৫ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
সকালে লিউ চুনলু নামের ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। বারের অগ্নিকাণ্ডে সেও দগ্ধ হয়েছিল।
এর আগে পুলিশ সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে পারলে ২ লাখ ইউয়ান পুরস্কার ঘোষণা করেছিল।
গত বছর চীনের পূর্বাঞ্চলে একটি দ্বিতল ভবনে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়। ভবনটিতে অগ্নিসংযোগের অভিযোগে পরে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি