আন্তর্জাতিক

বন্যার পানিতে ধসে পড়ল ‘বিদ্বেষের দেয়াল’

ফিলিস্তিনিদের অবরুদ্ধ করতে ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া একটি কংক্রিটের দেয়াল ব্যাপক বন্যায় কয়েক জায়গায় ধসে পড়েছে।

ওই দেয়ালটি দিয়ে শুয়াফাত ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পকে পূর্ব জেরুজালেম থেকে কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। খবর: আনাদোলু এজেন্সি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে বসবাসরত ফিলিস্তিনিরা বন্যার ভিডিও শেয়ার করেন। গত বুধবার থেকে সেখানে প্রবল বর্ষণের কারণে বন্যা দেখা দেয়।

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড একটি টুইটে জানান, শুয়াফাত এলাকার নিরাপত্তা দেয়াল আকস্মিক বন্যার পানিতে ধসে পড়েছে। সেখানে বর্ডার পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোজেনফিল্ড আরো জানান, ফিলিস্তিনিদের সীমান্ত অতিক্রম থেকে বিরত রাখতে দেয়াল সংলগ্ন এলাকায় ইসরাইলি সৈন্য পাঠানো হয়েছে।

স্থানীয়দের শেয়ার করা ভিডিওতে দেয়ালের ধ্বংসস্তূপের ওপর শিশুদের খেলা করতে দেখা যায়।

ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনিরা আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের তত্ত্বাবধানে ইসরাইল ওই দেয়াল নির্মাণ করে।

কিন্তু ফিলিস্তিনিরা এই বেষ্টনীকে ‘জাতিবিদ্বেষের দেয়াল’ বলে অভিহিত করে আসছে।

পূর্ব জেরুজালেমের মধ্যে প্রায় ৭০৫ কিলোমিটার দৈর্ঘ্যের দেয়ালটি শুয়াফাত ও কাফ্‌র আকেব গ্রামসহ কয়েকটি ফিলিস্তিনি এলাকাকে বাকি দেশ থেকে বিছিন্ন করে রেখেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি