যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে বিধ্বস্ত হওয়া বিমানটি পুয়ের্তো রিকোর এবং নিহত বিমানসেনারাও ওই দেশের বলে নিশ্চিত করেছেন পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
সি-১৩০ নামের ওই বিমানটি বুধবার উপকূলীয় শহর সাভানার স্থানীয় বিমানবন্দর থেকে একটু দূরে মহাসড়কের পাশে বিধ্বস্ত হয়।
পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, সেটি প্রশিক্ষণ উড্ডয়নে ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা স্থিরচিত্রে দেখা যায়, বিধ্বস্ত বিমানে আগুন ধরে গেছে এবং কালো ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন হয়ে গেছে।
পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র মাজ পল ডালেন বলেন, ‘নয়জন নিহতের খবর আমরা নিশ্চিত হয়েছি। এদের মধ্যে পাঁচজন বৈমানিক ও চারজন অতিরিক্ত যাত্রী।’
এর আগে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, কমপক্ষে পাঁচজন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন।
জর্জিয়ার এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফব্রে বেজোর জানান, স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের লাশ শনাক্ত করা যাবে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
তবে বিধ্বস্ত হওয়া বিমানটি পুয়ের্তো রিকোর এবং নিহত বিমানসেনারাও ওই দেশের বলে নিশ্চিত করেছেন পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
সি-১৩০ নামের ওই বিমানটি বুধবার উপকূলীয় শহর সাভানার স্থানীয় বিমানবন্দর থেকে একটু দূরে মহাসড়কের পাশে বিধ্বস্ত হয়।
পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, সেটি প্রশিক্ষণ উড্ডয়নে ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা স্থিরচিত্রে দেখা যায়, বিধ্বস্ত বিমানে আগুন ধরে গেছে এবং কালো ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন হয়ে গেছে।
পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র মাজ পল ডালেন বলেন, ‘নয়জন নিহতের খবর আমরা নিশ্চিত হয়েছি। এদের মধ্যে পাঁচজন বৈমানিক ও চারজন অতিরিক্ত যাত্রী।’
এর আগে দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, কমপক্ষে পাঁচজন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন।
জর্জিয়ার এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফব্রে বেজোর জানান, স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের লাশ শনাক্ত করা যাবে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি