আন্তর্জাতিক

মাউন্ট কিলায়েয়ায় উদগিরণ, হাওয়াইয়ে জরুরি অবস্থা

হাওয়াইয়ের সবচেয়ে বড় দ্বীপে একটি আবাসিক এলাকার কাছে উদগিরণ শুরু করেছে মাউন্ট কিলায়েয়া। এর ফলে দেশটির ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় ১৭০০ লোককে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ উদগিরণ শুরু হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, লাভা আগুনের পর্দার মতো রাস্তায় ছড়িয়ে পড়েছে। তিনি জানান, তিনি সালফার ও গাছ পোড়ার গন্ধ পেয়েছেন।

দি আমেরিকান রেড ক্রস সেখানে একটি স্থানান্তর সহায়তা কেন্দ্র খুলেছে।

গত কয়েকদিন সেই স্থানে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। এর পরই এই উদগিরণ সৃষ্টি হলো। এর আগে গত সপ্তাহের শুরুর দিকে ‘পু ও’ নামের একটি আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে পড়ে। এর ফলে পর্বত বেয়ে লাভা জনবহুল ওই এলাকায় ছড়িয়ে পড়ে।

হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগি জানিয়েছেন, স্থানান্তরিত হাজারো লোককে সাহায্যের জন্য তিনি ন্যাশনাল গার্ডের রিজার্ভড সামরিক সদস্যদের সক্রিয় করেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি