আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব

কোরীয় উপদ্বীপে যুদ্ধ শেষের ঘোষণা সম্ভব হয়েছে তার জন্যই। তিনি অবিরত নিষেধাজ্ঞা আর যুদ্ধ বাধানোর হুমকি দিয়ে কাজ এক রকম ‘হাসিল’ করে নিয়েছেন। তাই ২০১৯ সালের শান্তির নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন হাউজের ১৮ জন রিপাবলিকান সদস্য। যার নেতৃত্বে রয়েছেন ইন্ডিয়ানার রিপাবলিকান সদস্য লিউক মেসার।

ওই প্রস্তাব দিয়ে চিঠিতে যেভাবে ট্রাম্পের স্তুতি করেছেন লিউকরা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এমনটা করা হচ্ছে।

তবে ডেমোক্র্যাট শিবিরের দাবি, আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিজেই তার লোকজনদের দিয়ে ‘নোবেল’ মন্ত্র আওড়াতে নামিয়েছেন। অনেকে বলছেন, ‘ওর মতো নির্লজ্জ আত্মপ্রচার কেউ করতে পারবেন না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি