আন্তর্জাতিক

নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাঞ্জাবে একটি নির্বাচনী জনসভায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ফেডারেল মিনিস্টার তালাল চৌধুরী।

ইকবাল রোববার তার নিজ জেলা নারোয়ালে একটি জনসভায় বক্তৃতা দেয়ার পর গাড়িতে বসে ছিলেন। এসময় তাকে গুলি করা হয় বলে জানিয়েছে দেশটির জিও নিউজ।

ইকবালের ছেলে আহমেদ জিও নিউজকে বলেন, তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।

‘নারোয়ালের জেলা সদরদফতর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তিনি সচেতন ও শঙ্কামুক্ত’ যোগ করেন আহমেদ।

টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর ইকবালকে হুইল চেয়ারে করে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তালাল চৌধুরী জানিয়েছেন, এই ঘটনায় কমপক্ষে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

এমাসের শেষে ইকবালের ক্ষমতাসীন পিএমএল-এন দলের সরকারের পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে যাবে। দেশটিতে জুলাই মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি