আন্তর্জাতিক

হ্যারি-মেগানের রাজকীয় বিয়ে সম্পন্ন

ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স হ্যারির সাথে মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের জাকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জের চ্যাপেল গির্জায় তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এর সাথে সাথেই ব্রিটিশ রাজবধূ হিসেবে নিজের নতুন পরিচয় পেয়ে গেলেন মেগান।

দেশ বিদেশের কয়েক শ’ সেলিব্রেটি আমন্ত্রণ পেয়েছিলেন এই বিয়েতে। বিয়ের অনুষ্ঠান ছিলো যেন তারকার মেলা। প্রিন্স হ্যারির দাদি ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। এছাড়া ব্রিটিশ রাজপরিবার ও কনে মেগানের পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন।

ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্যবাহী পোষাক পরে বড় ভাই প্রিন্স ‍উইলিয়ামের সাথে বিয়ের অনুষ্ঠানে আসেন প্রিন্স হ্যারি। অন্যদিকে ব্রিটিশ ডিজাইনার ক্লেয়ার ওয়াইট কেলারের নকশা করা সিল্কের রাজকীয় বিয়ের গাউন পরে সেন্ট জর্জের চ্যাপেলে হাজির হন নববধূ মেগান মার্কেল। মেগানের সঙ্গে এসেছেন মেগানের মা ডোরিয়া র‍্যাগল্যান্ড। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাজানো হয় বিয়ের ভেন্যু সেন্ট জর্জের চ্যাপেল গির্জা। রাজকীয় এ বিয়ের অনুষ্ঠানে ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলের সামনে রাখা হয় ঘোড়ার বহর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, মার্কিন টিভি উপস্থাপক অপরাহ উনফ্রে, মার্কিন অভিনেত্রী গিনা টরেস, ব্রিটিশ কণ্ঠশিল্পী এলটন জন, মেগান মার্কেলের ঘনিষ্ঠবান্ধী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অনেক সেলিব্রেটি উপস্থিত ছিলেন বিয়েতে।


এলএবাংলাটাইমস/আই/এলআরট