আন্তর্জাতিক

আফগানিস্তানে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ৮

আফগানিস্তানে একটি স্টেডিয়ামে কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত আহত হয়েছে। শুক্রবার গভীর রাতে পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ ঘটনা ঘটেছে।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, রমজানের মাসের শুরুতেই শহরের ফুটবল স্টেডিয়ামে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। সেখানেই রাতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, দূর থেকে ছোড়া দুটি রকেট বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

ননগরহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগায়ানি জানিয়েছেন, পরপর তিনটি বিস্ফোরণে আট দর্শক নিহত ও ৪৩ জন আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, পাকিস্তান সীমান্তবর্তী নানগরহার প্রদেশটিতে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রদেশটিতে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি রয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি