আন্তর্জাতিক

নিউ ইয়র্ক পুলিশে পাগড়ি পরা নারী পুলিশ

নিউ ইয়র্কের পুলিশে পাগড়ি পরা পুলিশ আগেও দেখা গেছে। তবে এই প্রথম কোনো পাগড়ি পরা নারী পুলিশকে দেখা যাবে নিউ ইয়র্ক পুলিশে। গুরসৌচ কৌর নামে ওই নারী নিউ ইয়র্ক পুলিশ অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। সহাকারী পুলিশ অফিসার হিসেবে পাগড়ি পরা এই নারী নিউ ইয়র্ক পুলিশে যোগদান করেছেন।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও’নেইল জানান, ২০১৬ সালের হিসেব অনুযায়ী ১৬০ জন শিখ রয়েছেন নিউ ইয়র্ক পুলিশে। কিন্তু গুরসৌচ কৌর হলেন প্রথম নারী পাগড়ি পরা পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশে প্রথম পাগড়ি পরা নারী পুলিশ গুরসৌচ কৌর। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৬ সালের আগে নিউ ইয়র্ক পুলিশে শিখরা মাথায় পাগড়ি কিংবা দাড়ি রাখার অনুমতি পেতেন না। ২০১৬ সালে শিখরা বিক্ষোভ করলে এ বিষয়ে নিউ ইয়র্ক পুলিশ নিয়ম কিছুটা শিথিল করে। শিখরা দেড় ইঞ্চি পর্যন্ত দাড়ি আর পুলিশের টুপির নিচে পাগড়ি পরার অনুমতি পায়।

নিউ ইয়র্ক পুলিশে প্রথম পাগড়ি পরা নারী পুলিশ হিসেবে গুরসৌচ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদিপ সিংহ গুরসৌচকে অভিনন্দন জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি