আন্তর্জাতিক

ট্র্যাফিক অমান্য করায় পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

ট্র্যাফিক আইন না মানায় পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসিকে জরিমানা করেছে দেশটির ট্র্যাফিক পুলিশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সড়কে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি নির্ধারিত গতিসীমা অনুসরণ না করায় দায়িত্বরত ট্র্যাফিক পুলিশ তাকে ৭৫০ রুপি জরিমানা করেছে।

এসময় ট্র্যাফিক পুলিশরা শহিদ খাকানের সঙ্গে ছবিও তুলেছেন। পরে সে ছবি ও জরিমানার রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। খবর জিও নিউজ, পাকিস্তান টুডে।

দেশটির ট্র্যাফিক পুলিশ জানায়, শহিদ খাকান আব্বাসির গাড়ি নির্ধারিত গতিসীমা ৩৫ কি.মি. অতিক্রম করে ৪০ কি.মি. গতিসীমায় উঠায় তাকে এ জরিমানা করা হয়েছে। মেট্রো পুলিশের বিশেষ ক্যামেরায় এ অনিয়ম ধরা পড়লে শহিদ খাকানের গাড়ি থামিয়ে তাকে জরিমানা করা হয়।

সম্প্রতি পাকিস্তানের ট্র্যাফিক পুলিশ সাধারণ জনতার যাতায়াত সহজ ও ঝামেলাহীন করতে ট্র্যাফিক আইনের প্রতি আস্থা ফেরাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়িও আটকে দেয়া হয়।

উল্লেখ্য, পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী ছিলেন শহিদ খাকান আব্বাসি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি