লাইফ স্টাইল

এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টে দাবানল, সরানো হচ্ছে বাসিন্দাদের

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টে ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছে। দাবানলে ইতোমধ্যে বনটির ১০০০ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকালে এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের লেক হিউজেস এলাকায় দাবানলটি শুরু হয়। আক্রান্ত এলাকা থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। 

এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ো বাতাস, জলীয়বাষ্পের অপর্যাপ্ততা এবং তীব্র তাপমাত্রার কারণে পাহাড়ে ও এন্টিলোপে ভ্যালিতে এই দাবানলটি ছড়িয়ে পরেছে। 

কর্তৃপক্ষ আরো জানায়, পাইন ক্যানিয়ন, লেক হিউজেস ও ড্রাই গুলাখ রোড এলাকা থেকে বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
 
ওয়েস্ট পালম্যাডে বাসিন্দাদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছে রেডক্রস কর্তৃপক্ষ। তাছাড়া এঞ্জেলেস ফরেস্টের বন্যপ্রাণীদেরকেও অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। 



কর্তৃপক্ষ জানায়, দাবানলটি খুব দ্রুতই ছড়িয়ে পরছে। প্রথমে মাত্র ৫০ একর জায়গা জুড়ে এই বিস্তৃতি ছিলো। কিন্তু খুব দ্রুতই দাবানলটি আকারে বড় হচ্ছে। 


লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে নয়টি হেলিকপ্টার, ছয়টি এয়ার ট্যাংকার, ৫০ টি ফায়ার ইঞ্জিন ও দশটি ব্যাটেলিয়নের ৫০০ কর্মী দাবানল নিয়ন্ত্রনে কাজ করছে। 


এলএবাংলাটাইমস/ওএম