লাইফ স্টাইল

লং বিচে বেড়েছে টিকা গ্রহণের হার, মেয়রের উচ্ছ্বাস প্রকাশ

মঙ্গলবারে লং বিচের মেয়র রবার্ট গার্সিয়া জানিয়েছেন যে শহরটিতে বসবাসরত টিকার জন্য যোগ্য ব্যক্তিদের মধ্যে শতকরা ৭৫ ভাগ ব্যক্তিই টিকা গ্রহণ করেছে। গার্সিয়া জানান, শহরটির বিভিন্ন স্থানীয় সংস্থা তাদের নীতিমালাতে পরিবর্তন আনার পর থেকেই টিকা গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। শহরটির প্রশাসন, স্থানীয় স্কুল ডিস্ট্রিক্ট, কমিউনিটি কলেজ এবং ইউনিভার্সিটিগুলো তাদের কর্মকর্তাদেরকে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করার আদেশ দিয়েছে। গার্সিয়া জানান, আদেশগুলো জারি করার পর শতকরা ৪০ ভাগ টিকা গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। গার্সিয়া বলেন, ‘আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের আরো অনেক কিছু করা বাকি। এখন আমাদের শতকরা ৮০ শতাংশে পৌছাতে হবে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ