লাইফ স্টাইল

শুষ্ক ও কালচে কনুই? জেনে নিন করণীয়

কালচে হয়ে যাওয়ার পাশাপাশি শীতে রুক্ষতা ও শুষ্কতা বেড়ে যায় কনুইয়ের ত্বকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন কিছু টিপস।
১। গোসলের সময় নরম কাপড় দিয়ে কনুই ঘষে নেবেন। এতে মরা চামড়া জমতে পারবে না কনুইয়ে। ২। গোসল শেষে কনুইয়ে ময়েশ্চরাইজার ব্যবহার করুন। ত্বক বেশি শুষ্ক হয়ে গেলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। ৩। কনুই পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। এরপর বাটার লাগিয়ে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ৪। টমেটো ব্যবহার করতে পারেন। এজন্য টমেটো টুকরো করে কেটে কনুইয়ের ত্বকে ঘষে নিন। ৫। বেসন ও লেবুর রস মিশিয়ে নিন। অল্প পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। এই পেস্ট কনুইয়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস