লাইফ স্টাইল

আপডেট আনল টিকটক

টিকটক কিশোর-কিশোরীদের নিরাপত্তায় দুটি উদ্যোগ ঘোষণা করেছে। অ্যাপটি ব্যবহার করার সময় কিশোর-কিশোরীরা যে কনটেন্টগুলো দেখছে, তাদের অভিভাবকরা সেগুলো আরও বেশি করে কাস্টমাইজ করতে পারবেন। অভিভাবকরা তাদের সন্তানদের জন্য যেসব শব্দ, হ্যাশট্যাগ ও থিমকে অনুপযুক্ত মনে করেন, সেগুলো কনটেন্ট ফিল্টারিং টুল ব্যবহারের মাধ্যমে ফিল্টার করতে পারবেন। ফলে তাদের সন্তানদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

নিরাপত্তা কাঠামো সুসংহত এবং অন্তর্ভুক্তিমূলক করতে টিকটকের সঙ্গে বিখ্যাত বিশেষজ্ঞরা কাজ করছেন, যার মধ্যে আছে ফ্যামিলি অনলাইন সেফটি ইনস্টিটিউট। অনলাইনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের অধিকারও রক্ষা করে। টিকটক স্বচ্ছতা নিশ্চিত করে। অভিভাবকদের যুক্ত করা কিওয়ার্ডগুলো কিশোর-কিশোরীরা দেখতে পায়। টিকটকের স্বচ্ছতা অনলাইনে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাকে উৎসাহিত করে।

টিকটকের নতুন কনটেন্ট ফিল্টারিং ফিচারটি ব্যবহারে ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারী তাদের বয়সের অযোগ্য ও জটিল বিষয়ের কনটেন্ট আর দেখতে পারবে না। নতুন উদ্যোগ ইয়ুথ কাউন্সিল। টিকটকের নীতি ও ফিচার তৈরিতে তরুণরা আরও সক্রিয় হতে পারেন। কিশোর-কিশোরীদের ধারণা, নতুন ভাবনা এবং যে কোনো উদ্বেগ শেয়ারে ইয়ুথ কাউন্সিল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ফলে টিকটক কমিউনিটিকে আরও নিরাপদ করা সম্ভব।



এলএবাংলাটাইমস/আইটিএলএস