লাইফ স্টাইল

স্মৃতিশক্তি বাড়ান!

আয়ুর্বেদশাস্ত্রে থানকুনি পাতার বেশ সুনাম। তবে অনেকে থানকুনি পাতা নিয়মিত খান স্মৃতিশক্তি বাড়াতে। এমনকি জনপ্রিয় আয়ুর্বেদিক মেডিসিনের ক্ষেত্রেও থানকুনি পাতার কিছু মেডিসিন পাওয়া যায়। কিন্তু থানকুনি পাতা খেলে কি স্মৃতিশক্তি আদৌ বাড়ে? জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সংকটও বদলেছে। স্মৃতিশক্তি লোপের সমস্যাও অনেক গাঢ় হচ্ছে। সব মিলিয়ে থানকুনি পাতা খেলে এখন আদৌ কাজ হবে কি-না এটি বড় প্রশ্ন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে, থানকুনি পাতায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। আর থানকুনি পাতা খেলে রক্তে অক্সিডেন্ট প্রবাহ বাড়ে। তাছাড়া অক্সিজেন প্রবাহ বাড়লে মস্তিষ্ক কার্যকারিতা ফিরে পায়। থানকুনি পাতা আমাশয়, পেটের পীড়া ও চর্মরোগের ক্ষেত্রেও কার্যকরী। তবে থানকুনি পাতা নিয়ম মেনে খেতে হবে। অতিরিক্ত থানকুনি পাতার রস বমি, পেট গোলানো ও মাথাব্যথা বাড়ায়। তাই ভেবেচিন্তে খেতে হবে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ কারো সঙ্গে আলোচনা করে থানকুনি পাতা খাওয়ার চর্চা করা ভালো। এলএবাংলাটাইমস/আইটিএলএস