সান ফার্নান্দো ভ্যালিতে বৃহস্পতিবার রাতে একটি সহিংস বহুজন গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, রাত ৯টার কিছু পর রোসকো বুলেভার্ডের ১৩৩০০ ব্লকে তিনটি গাড়ির এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।
Sky5-এর আকাশপথে ধারণকৃত ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবার কর্মী উপস্থিত রয়েছেন এবং রাস্তাটির উভয় পাশেই এলাকা ঘিরে রাখা হয়েছে। দুটি গাড়ির সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং তারা রাস্তার বিপরীত পাশে অবস্থান করছিল। তৃতীয় একটি সাদা ভ্যান রাস্তার মাঝে ছিল, যার নিচে একটি গাড়ির সামনের বাম্পার আটকে থাকতে দেখা যায়।
Citizen App-এ প্রকাশিত মাটির কাছ থেকে ধারণকৃত ভিডিওতে একটি গাড়ির চারপাশে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর ধ্বংসাবশেষ দেখা যায়।
ফায়ার বিভাগ জানিয়েছে, মোট ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে সামান্য আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২ জনের অবস্থা গুরুতর।
মদ্যপান, মাদক সেবন বা অতিরিক্ত গতির কোনো প্রভাব ছিল কিনা তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আরও কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/এজেড