পাশের বাসার ‘আন্টি’দের জীবনে একবারও ‘ফেস’ করেন নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সুখ কিংবা দুঃখ যে কোন সময়েই তারা আশেপাশে ঘুরঘুর করেন। যদিও আশেপাশে থাকলেও তাদের যখন যে ভূমিকা নেওয়ার কথা, তারা তা করেন না। কিন্তু তারা যে তাদের সঠিক কোজটি করছেন না সেটিও সাদা চোখে বোঝা যায়না।
জীবনের বিভিন্ন পর্যায়ে পাশের বাসার ‘আন্টি’দের দেখা পেতে পারেন।
তারা তাদের সন্তানের প্রশংসা এমন ভাবে আপনার মা-বাবার সামনে করবেন, তা শোনার পর থেকে মায়েরা এই আন্টিদের সন্তানের গুণপনার তুলনা টানবেন কথায় কথায়।
আপনি কখন পড়ছেন, কখন খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে ঘুরছেন—সবই পাশের বাড়ির আন্টির নখদর্পণে থাকে। অথচ নিজের সন্তান নিয়ে তার খুব একটা মাথাব্যথা নেই। আপনি কোনো বড় সাফল্য পেলেও এই আন্টিদের কাছে তা একবারেই ফালতু।
এই আন্টিদের কাছে পাড়ার কোন ছেলে কখন বাড়ি ফিরছে, কোন মেয়ে কার সঙ্গে হেসে কথা বলছে—এসবই যেন মুখস্থ।
আপনার বিয়ের চিন্তায় আন্টির যেন রাতের ঘুম হারাম। এত বয়স হয়ে যাচ্ছে, এরপর তো পাত্র–পাত্রী মিলবে না!
এই আন্টিদের দেখা পাওয়া যাবে পাশের বাড়ি ছাড়িয়ে শপিং মল, রেস্তোরাঁ, বিয়েবাড়ি, পারিবারিক গেট টুগেদারের মতো জায়গায়ও। এভাবে বিয়ের পর সন্তান নেওয়া, বেড়াতে যাওয়া, সাজপোশাক—সবকিছু নিয়েই এই আন্টিদের মতামত থাকে। তিনি হয়তো অনেক সময় বুঝতেও পারেন না যে ভুল করছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস