লন্ডন

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা,নিহত এক


যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ব্রিজটি ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টার দিকে সেন্ট্রাল লন্ডনে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

খবরে বলা হয়, লন্ডন ব্রিজে ছুরি নিয়ে এক ব্যক্তি হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে পুলিশও গুলি ছুঁড়ে। পরে তারা নিশ্চিত করে সেই হামলাকারী এবং সে মারা গেছে। পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে।

নিরাপত্তাকর্মীরা জানান, পুলিশ সন্দেহভাজন একজনকে গুলি করেছে। এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার পর পরই ওই এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ। সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ করে দেয়া হয়।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ঘটনার পর লন্ডন ব্রিজ স্টেশন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

২০১৭ সালের জুনে লন্ডন ব্রিজ ও বারো মার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সে ঘটনায় ৭ জন নিহত হয়। এ ঘটনাকে ব্রিটেনের পুলিশ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। ঘটনাটিকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছেন তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী।