লন্ডন

লন্ডনে প্রবাসী দলীয় নেতাকর্মীদের আম খাওয়ালেন শেখ হাসিনা

যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজশাহীর ফজলি আম খাওয়ালেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ জুন বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডনে ব্যক্তিগত সফরে আসার সময় সঙ্গে করে ১৫ খাচা ফজলি আম নিয়ে আসেন প্রধানমন্ত্রী। আমগুলো যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর হাতে দেশের আম পেয়ে যারপরনাই খুশি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার দেওয়া এই আমগুলোকে নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর স্নেহভরা ভালোবাসার উপহার হিসাবে দেখছেন। যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফয়েজ বলেন, প্রধানমন্ত্রী প্রমাণ করলেন তিনি দলের নেতা-কর্মীদের সন্তানের মতো ভালোবাসেন। তিনি সাথে করে আম নয়, আমের মধ্যে করে স্নেহ ভালবাসা নিয়ে এসেছেন।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলেন, আমি তো আম নিজের হাতে বিলিয়েছি, উনাকে যে আমরা আপা ডাকি সেটার উপহার আজ পেলাম।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন প্রবাসে থাকি, দেশের আম, জাম, কাঠালের প্রতি দুর্বলতা রয়েছে। আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী যে কর্মীদের কথা মনে রেখে আম নিয়ে এসেছেন সেটা দলের কর্মীদের প্রতি নেত্রীর ভালোবাসার প্রকাশ।
উল্লেখ্য, শেখ হাসিনা চোখের চিকিৎসা করাতে ব্যক্তিগত এক সফরে গত ১২ জুন লন্ডনে পৌঁছান। ১৮ জুন তিনি বাংলাদেশে ফিরবেন।